করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় তিন হাজার ৩৬২ জন শনাক্ত
https://parstoday.ir/bn/news/iran-i83402-করোনাভাইরাস_ইরানে_২৪_ঘণ্টায়_তিন_হাজার_৩৬২_জন_শনাক্ত
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৯৫ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৫ হাজার ৫৮৯ জনে পৌঁছেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১৮:৫৯ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৯৫ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৫ হাজার ৫৮৯ জনে পৌঁছেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৩৬২ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (রোববার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ৭৪ হাজার ১০৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৪৬ হাজার ৪৪৮ জন।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ব্যক্তি। এছাড়া, আক্রান্তের সংখ্যা তিন কোটি ৩০ লাখের বেশি।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।