আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ৬ পদক পেয়ে ১০৭ দেশের মধ্যে ১৮তম ইরান
https://parstoday.ir/bn/news/iran-i83424-আন্তর্জাতিক_গণিত_অলিম্পিয়াডে_৬_পদক_পেয়ে_১০৭_দেশের_মধ্যে_১৮তম_ইরান
৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) একটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুটিটি ব্রোঞ্জ পদক পেয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মোট ১৪৯ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে ১৮তম স্থান অধিকার করেছে ইরান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১১:৫৫ Asia/Dhaka
  • আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ৬ পদক পেয়ে ১০৭ দেশের মধ্যে ১৮তম ইরান

৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) একটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুটিটি ব্রোঞ্জ পদক পেয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মোট ১৪৯ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে ১৮তম স্থান অধিকার করেছে ইরান।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পুরস্কার বিজয়ীদের নামের তালিকা আজ (রোববার) প্রকাশ করা হয়েছে। ৪২ নম্বরের মধ্যে ৩৩ নম্বর পেয়ে ইরানের পক্ষে একমাত্র স্বর্ণ পদকটি পেয়েছেন আলীরেজা হাকি।

ইরানের রৌপ্য পদক জয়ী অন্য তিন প্রতিযোগী হলেন- মোহাম্মদ মোশতাকিফার (প্রাপ্ত নম্বর ২৮), কিয়ান শামসাইয়া (২৪ নম্বর) এবং আলী মিরজায়ী আনারি (২৪)। ব্রোঞ্জ পদক প্রাপ্তরা হলেন- মতিন ইয়াদোল্লাহি (২৩ নম্বর) এবং সাইয়েদ রেজা হোসাইনি দোলাতাবাদি (১৭)

ইরান গণিত দলের নেতৃত্ব দেন মোর্তেজা সাকাফিয়ান। সহকারি কোচ ছিলেন সাইয়েদ হেসাম ফিরোজি।

ইসলামি প্রজাতন্ত্র ইরান ১৯৮৫ সালে প্রথম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেয়। এ পর্যন্ত ৩৫ বার অলিম্পিয়াডে অংশ নিয়ে ৪৬টি স্বর্ণ, ১০০টি রৌপ্য, ৪৫টি ব্রোঞ্জ পদক এবং ৪টি সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।