আতিকুল ইসলামের সঙ্গে কি কথা বললেন তেহরানের মেয়র হানাচি
-
সোমবার সন্ধ্যায় তেহরানের মেয়রের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
ইরানের রাজধানী তেহরান সিটি কর্পোরেশনের মেয়র পিরুজ হানাচি করোনাভাইরাস মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে আলোচনা ও শলাপরামর্শ করেছেন।গতকাল (সোমবার) সন্ধ্যায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরস্পরের সঙ্গে কথা বলেন আতিক ও হানাচি।
তেহরানের মেয়র এ সময় বলেন, ইরান ও বাংলাদেশ দুই দেশেরই রাজধানী শহর বায়ু দুষণ ও যানজটসহ আরো কিছু সামাজিক সমস্যায় জর্জরিত। তেহরানের মেয়র বলেন, বিশ্বের প্রায় সব বড় শহরের একই অবস্থা এবং দেশের জনগণের বিশাল অংশ ছোট একটি স্থানে জড়ো হওয়ার কারণেই মূলত এ ধরনের সমস্যা সৃষ্টি হয়।

হানাচি আরো বলেন, করোনা সংকট সৃষ্টি হওয়ার আগে বড় শহরগুলো টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে নিজেদের বাজেটের অর্থ উপার্জন করতে সক্ষম ছিল; কিন্তু করোনাভাইরাস আসার কারণে মেগা সিটিগুলোর অর্থনৈতিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে তেহরানের মেয়র আরো বলেন, ইরানকে করোনাভাইরাসের পাশাপাশি আমেরিকার নিষ্ঠুর নিষেধাজ্ঞার মোকাবিলা করতে হচ্ছে।এর ফলে ইরানে উৎপাদিত পণ্য রপ্তানি করতে যেমন সমস্যা হচ্ছে তেমনি ওষুধসহ অতি জরুরি আরো কিছু পণ্য আমদানির ক্ষেত্রেও তেহরানকে বেগ পেতে হচ্ছে। করোনাভাইরাসের এই মহামারীর সময়ও কিছু দেশ যুদ্ধ ও নিষেধাজ্ঞা নিয়ে ব্যস্ত থাকায় দুঃখ প্রকাশ করেন হানাচি।

ভিডিও সংলাপে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ইরানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি ইঙ্গিত করে ঢাকা ও তেহরানের মধ্যে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরের আহ্বান জানান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এক কোটি ২০ লাখের বেশি জনগণ বসবাস করে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, তরুণ সমাজের মধ্যে মাদকাসক্তি মোকাবোলার পাশাপাশি বড় শহরগুলোর ছোট ছোট সমস্যা সমাধানে তেহরান শহরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় তার সিটি কর্পোরেশন।
তেহরানের মেয়র পিরুজ হানাচি ঢাকা উত্তরের মেয়রের সঙ্গে আলাপ করার আগে লন্ডন, রোম, ইস্তাম্বুল, আঙ্কারা, সিউল, মাস্কাট ও ভিয়েনার মেয়রদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন।#
পার্সটুডে/এমএমআই/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।