সীমান্তে নিরাপত্তাহীনতা মোটেই বরদাশত করা হবে না: কারাবাখ সংঘর্ষের মধ্যে ইরানের হুঁশিয়ারি
(last modified Tue, 06 Oct 2020 13:14:47 GMT )
অক্টোবর ০৬, ২০২০ ১৯:১৪ Asia/Dhaka
  • ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি
    ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্তে কোন ধরনের নিরাপত্তাহীনতা বরদাশত করবে না তেহরান। ইরানের সীমান্তে দুই প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যখন নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘর্ষ হচ্ছে তখন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

তিনি সোমবার সাংবাদিকদের বলেন, “আমরা প্রতিবেশী দেশগুলোকে পরামর্শ দিয়েছি এবং সতর্ক করেছি যে, আমাদের সীমান্তে কোনো ধরনের নিরাপত্তাহীনতা তৈরি কিংবা কোন ধরনের হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার সংঘর্ষে ব্যবহৃত মর্টারের গোলা ইরানের ভূখণ্ডে এসে পড়ছে। এছাড়া সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরপর ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দিলেন।

আজারবাইজান-আর্মেনিয়ার সংঘর্ষে কারাবাখের স্টেপানাকার্ট শহরে ক্ষয়ক্ষতি

সাম্প্রতিক এক রিপোর্ট থেকে জানা যায়, খোদা-আফারিন এলাকার একটি গ্রামে মর্টারের গোলা আঘাত করলে ছয় বছরের একটি শিশু আহত হয় এবং লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সীমান্তের ঘটনাবলী নিয়ে জানতে চাইলে রাহমানী ফাজলি বলেন, “আমাদের উত্তর সীমান্তে দুই প্রতিবেশীর মধ্যে সংঘাত চলছে। এ অবস্থায় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।”

মন্ত্রী আশা করেন, আন্তর্জাতিক আইন অনুসারে চলমান সংকটের সমাধান হবে এবং সব দেশের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষা হবে।#

পার্সটুডে/এসআইবি/৬