কারাবাখ সংঘাত: এক সপ্তাহে দ্বিতীয়বার কথা বললেন জারিফ ও ল্যাভরভ
ইরান ও রাশিয়া আবারো সংঘাত পরিহার করে রাজনৈতিক উপায়ে নগরনো-কারাবাখ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ মঙ্গলবার রাতে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
গত এক সপ্তাহে এ নিয়ে এই দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিতীয়বার কারাবাখ সংকট নিয়ে টেলিফোনে কথা বললেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সীমান্ত সংঘাতের নজিরবিহীন বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সিরিয়া ও লিবিয়া থেকে কারাবাখ অঞ্চলে মিলিশিয়াদের নিয়ে আসা হয়েছে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কেও গভীর উদ্বেগ প্রকাশ করেন জারিফ ও ল্যাভরভ। এর আগে গত শুক্রবার ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা কারাবাখ অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেন।
এছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত রোববার আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা টেলিফোনালাপে কারাবাখ অঞ্চল নিয়ে সৃষ্ট সংকট অবসানে ইরানের পক্ষ থেকে মধ্যস্থতা করার প্রস্তাব দেন।#
পার্সটুডে/এমএমআই/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।