কারাবাখ সংকটে বহিঃশক্তির হস্তক্ষেপের ব্যাপারে রুহানি ও পুতিনের উদ্বেগ
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহিঃশক্তিগুলোর হস্তক্ষেপের কারণে নগরনো-কারাবাখ সংকট আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। দুই প্রেসিডেন্ট শনিবার এক টেলিফোনালাপে কারাবাখ অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতির ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
টেলিফোনালাপে প্রেসিডেন্ট রুহানি বলেন, দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ ইরানের জন্য অত্যন্ত উদ্বেগজনক বিষয়। তিনি আরো বলেন, বাইরের শক্তিগুলো এই সংঘাতে হস্তক্ষেপ করলে এ সংকট আরো দীর্ঘায়িত হবে।

নগরনো-কারাবাখ অঞ্চলে কোনো কোনো সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, এ অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি ইরান ও রাশিয়াসহ গোটা অঞ্চলের জন্য ধ্বংসাত্মক ফল বয়ে আনতে পারে। তিনি চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার বিবাদ মিটিয়ে ফেলার রুশ উদ্যোগকে ‘অত্যন্ত মূল্যবান’ আখ্যায়িত করে বলেন, দু’দেশের মধ্যে যুদ্ধবিরতির যে সমঝোতা অর্জিত হয়েছে তা বাস্তবায়নে ইরান সম্ভাব্য সবরকম সহযোগিতা করবে।
টেলিফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নগরনো-কারাবাখ সংকটে এ পর্যন্ত রাশিয়ার গৃহিত পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, কারাবাখ সংকটসহ আঞ্চলিক নানা সংকটে ইরান যে দৃঢ় ভূমিকা নিয়েছে তার প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে। তিনি কারাবাখ সংকটে বহিঃশক্তিগুলোর হস্তক্ষেপ ও এ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উপস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, যুদ্ধ ও রক্তপাত বন্ধ এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য সব পক্ষের চেষ্টা চালানো উচিত।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।