ইরানের কাছে পরাজয়ের কথাও স্বীকার করবে মার্কিন শাসক গোষ্ঠী: খাতিবযাদেহ
-
খাতিবযাদেহ
মার্কিন শাসক গোষ্ঠী অদূর ভবিষ্যতেই ইরানের কাছে পরাজয়ের কথা স্বীকার করবে বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ।
তিনি আজ (রোববার) এক সাক্ষাৎকারে আরও বলেছেন, মার্কিন শাসক গোষ্ঠী ইরানের কাছে ঐতিহাসিক পরাজয়বরণ করেছে। মার্কিন শাসক গোষ্ঠীর আচরণ ও কথাবার্তাতেও সে বিষয়টি স্পষ্ট।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করতে সর্বশক্তি নিয়োগ করেছে। কিন্তু ইরান তাদেরকে সেই লক্ষ্যে পৌঁছাতে দেয় নি।
খাতিবযাদেহ আরও বলেছেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে ওষুধ নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করেছে। এটা মানবতাবিরোধী অপরাধ। তবে ইরানের সরকার ও কোম্পানিগুলো প্রয়োজনীয় সব ওষুধ দেশেই তৈরির জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইরানের ১৮টি ব্যাংকের বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, মনস্তাত্ত্বিক ও প্রচারণাগত লক্ষ্য হাসিলের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন সরকারও জানে তাদের কথা কেউ বিশ্বাস করে না।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের বিরুদ্ধে অপমানকর কথা বলছেন। কিন্তু অভদ্রের মতো কথা বলা আমাদের পক্ষে শোভা পায় না, আমাদের সংস্কৃতি ও সভ্যতা সে অনুমতি দেয় না।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।