অন্যায় অস্ত্র নিষেধাজ্ঞার অবসান; প্রশংসা করল ইরানি মিশন
-
জাহাজ বিধ্বংসী ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে অন্যায়, ভিত্তিহীন ও বেআইনি অস্ত্র নিষেধাজ্ঞার অবসান হওয়ায় তার প্রশংসা করেছে জাতিসংঘে অবস্থিত ইরানের স্থায়ী মিশন।
২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার আওতায় আজ (রোববার) এই নিষেধাজ্ঞার অবসান হয়েছে। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাসের মাধ্যমে অনুমোদন দেয়া হয়। ওই প্রস্তাবে বলা হয়েছিল, ইরান যদি সমঝোতা মেনে চলে তাহলে পাঁচ বছর পর তেহরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে।
নিষেধাজ্ঞা উঠে যাওয়া প্রসঙ্গে ইরানি মিশন আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ইরান অস্ত্র বেচাকেনা কিংবা কাউকে অস্ত্র সরবরাহ করছে কিনা বিশ্বের দেশগুলো খুঁটিয়ে দেখতে চায় না। ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সবই অন্যায় ও বেআইনি বলে মন্তব্য করেছে ইরানি মিশন।
ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য আমেরিকা গত কয়েক মাস ধরে অব্যাহত প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্য ইরানের ওপর এই অন্যায় নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে ছিল না, এমন কি আমেরিকার মিত্র দেশগুলোও এই ইস্যুতে ইরানের পক্ষ নেয়।#
পার্সটুডে/এসআইবি/১৮