ম্যাকরনের ইসলামবিদ্বেষী বক্তব্যের জবাব দিল ইরান: ‘ওরা মূর্খ ও গোঁয়ার’
https://parstoday.ir/bn/news/iran-i84151-ম্যাকরনের_ইসলামবিদ্বেষী_বক্তব্যের_জবাব_দিল_ইরান_ওরা_মূর্খ_ও_গোঁয়ার’
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রতি অবমাননাকর যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৬, ২০২০ ০৬:২৮ Asia/Dhaka
  • ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ
    ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রতি অবমাননাকর যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ।

তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, শুধু মুসলমানরা নন সেইসঙ্গে বিশ্বের সকল একেশ্বরবাদী মানুষ সমস্বরে রহমতের নবী (সা.)-এর প্রতি ফ্রান্সের মূর্খ ও গোঁয়ার শাসকগোষ্ঠীর অবমাননার বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, নীচু প্রকৃতির এই লোকগুলোর এ ধরনের ধৃষ্টতা প্রমাণ করে তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এবং তারা সকল ঐশী ধর্মের শত্রু।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

ফরাসি পত্রিকা শারলি এবদো সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও কূটনৈতিক রীতিনীতির মাথা খেয়ে ঘোষণা করেছেন, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।