স্বাদ, রঙ ও অনন্য বৈশিষ্ট্যপূর্ণ ইরানি আপেল
https://parstoday.ir/bn/news/iran-i84181-স্বাদ_রঙ_ও_অনন্য_বৈশিষ্ট্যপূর্ণ_ইরানি_আপেল
আপেল বেশ প্রাচীন একটি ফল। কয়েক হাজার বছর বয়স এই ফলটির। আপেলের চাহিদা বিশ্বব্যাপী। তাই আপেল একটি বাণিজ্যিক পণ্য হয়ে উঠেছে সারাবিশ্বে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৬, ২০২০ ২০:৩৩ Asia/Dhaka
  • ইরানের মারাগেহ শহরের কৃষকরা এখন আপেল তুলে রপ্তানি করার জন্য ব্যস্ততম সময় পার করছেন
    ইরানের মারাগেহ শহরের কৃষকরা এখন আপেল তুলে রপ্তানি করার জন্য ব্যস্ততম সময় পার করছেন

আপেল বেশ প্রাচীন একটি ফল। কয়েক হাজার বছর বয়স এই ফলটির। আপেলের চাহিদা বিশ্বব্যাপী। তাই আপেল একটি বাণিজ্যিক পণ্য হয়ে উঠেছে সারাবিশ্বে।

বিশ্বের বহু মানুষের বিশ্বাস এই ফলটি হযরত আদম (আ) এবং হযরত হাওয়া (আ)’র মাধ্যমে এই পৃথিবীতে এসেছে এবং পৃথিবীবাসীর জন্য রহমত বরকত ও কল্যাণের কারণ হয়েছে। আপেল উদ্যানজাত  একটা দানাদার ফল।#

পার্সটুডে/মো: আবু সাঈদ / ২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।