ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করলে শত্রুর কবর রচিত হবে: ইরান
(last modified Fri, 30 Oct 2020 00:27:59 GMT )
অক্টোবর ৩০, ২০২০ ০৬:২৭ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেয়দারি
    ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেয়দারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেয়দারি দেশের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, কোনো বিপদ ইরানের সীমান্তকে হুমকিগ্রস্ত করছে না। তিনি গতকাল (বৃহস্পতিবার) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্ত এলাকা পরিদর্শনের পর এ মন্তব্য করেন।

ইরানের উত্তরাঞ্চলীয় দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়া বর্তমানে ওই সীমান্তের নিকটবর্তী নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে লিপ্ত রয়েছে। গত কয়েক সপ্তাহে ওই দুই দেশের লক্ষ্যচ্যুত বেশ কিছু গোলা ইরান সীমান্তে আঘাত হেনেছে।

ইরানের সশস্ত্র বাহিনী সীমান্ত পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখছে জানিয়ে জেনারেল হেয়দারি বলেন, সৌভাগ্যক্রমে আমাদের সীমান্তবর্তী সেনানিবাসগুলোতে অত্যন্ত প্রশিক্ষিত ও চৌকস সেনা জওয়ানরা অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে দেশ রক্ষায় সদা প্রস্তুত রয়েছে।

ইরান সীমান্ত থেকে ধারণকৃত নাগরনো-কারাবাখ সংঘর্ষের ছবি

ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার বলেন, তার দেশের শত্রুরা আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘর্ষের ঘোলাপানিতে মাছ শিকার করার বিন্দুমাত্র প্রচেষ্টা চালালে ইরান সীমান্তে তাদের কবর রচনা করা হবে।

নাগরনো-কারাবাখ অঞ্চলের সঙ্গে ইরানের প্রায় ১৩৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধ করছে আজারবাইজান ও আর্মেনিয়া। এ পর্যন্ত একাধিকবার দু’দেশ যুদ্ধবিরতে সম্মত হলেও তা খুব অল্প সময়ই মেনে চলেছে দু’দেশের সেনাবাহিনী।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ