ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পাশ্চাত্যের যুবকদেরকে ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শ: সিএনএন
ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ(সা.)কে অবমাননার ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। বিশেষ করে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বাকস্বাধীনতার দোহাই দিয়ে অবমাননার ঘটনাকে সমর্থন করায় বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এর তীব্র সমালোচনা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীও ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনের তীব্র সমালোচনা করে ফ্রান্সসহ পাশ্চাত্যের যুবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য ও কিছু প্রশ্ন উত্থাপন করেছেন।
ইরানের সর্বোচ্চ নেতার ওই বক্তব্যের ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও প্রতিক্রিয়া হয়েছে। মার্কিন টিভি চ্যানেল সিএনএন আয়াতুল্লাহ খামেনেয়ীর ওই বক্তব্যকে 'পাশ্চাত্যের যুবকদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ বাণী' হিসেবে উল্লেখ করে লিখেছে, আয়াতুল্লাহ খামেনেয়ী বিতর্কিত ম্যাগাজিন শার্লি এবদোর প্রকাশিত ব্যাঙ্গচিত্র বা লেখনির ভিত্তিতে ইসলাম ধর্মকে মূল্যায়ন না করার জন্য ফ্রান্সের যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। সিএনএন আরো লিখেছে, ইরানের সর্বোচ্চ নেতা তার ওই বাণীতে ইসলামের সৌন্দর্যকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য ইউরোপ ও আমেরিকার যুবকদের প্রতি পরামর্শ দিয়েছেন। পাশ্চাত্যের সরকারগুলো নিজেদের তৈরি সন্ত্রাসীদেরকে ইসলামের মডেল বলে যে প্রচার চালাচ্ছে তাতে বিভ্রান্ত ও প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি ইসলাম অবমাননাকর প্রচার প্রোপাগান্ডায় কান না দেয়ার পরামর্শ দিয়েছেন।
সর্বোচ্চ নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন সাময়িকী 'ফরেন পলিসি' লিখেছে, ইরানের সর্বোচ্চ নেতা তার বক্তব্যে সবসময়ই বলে আসছেন মার্কিন জনগণের সাথে তাদের কোনো শত্রুতা নেই বরং দেশটির রাজনীতিবিদের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। পাক্ষিক নিউইয়র্ক ম্যাগাজিনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের বাণী পাশ্চাত্যের যুবকদের কাছে পৌঁছে দেয়া থেকে বোঝা যায় ইরানের সর্বোচ্চ নেতা বিশ্ব পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখেন।
রাশিয়ার বহির্বিশ্ব কার্যক্রমের ফরাসি ভাষার রেডিও থেকে বলা হয়েছে, পাশ্চাত্যের যুবকদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা তার বাণীতে বলেছেন, পাশ্চাত্যের সরকারগুলো ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে।
এদিকে, তুরস্কের বার্তা সংস্থা আনাতোলিও এক প্রতিবেদনে লিখেছে, ইরানের সর্বোচ্চ নেতা পাশ্চাত্যের যুবকদেরকে দ্বীন ইসলাম, পবিত্র কোরআন ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)এর জীবনীর সঙ্গে পরিচিত হওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে পাশ্চাত্য সরকারের হাতে তৈরি সন্ত্রাসীদেরকে ইসলামের প্রতীক হিসেবে তুলে ধরার যে চক্রান্ত চলছে সে ব্যাপারেও সতর্ক হতে ইরানের সর্বোচ্চ নেতা তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তুরস্কের এ বার্তাসংস্থা আরো লিখেছে, ইরানের সর্বোচ্চ নেতা প্রকৃত ইসলামের সঙ্গে পরিচিত হওয়ার জন্য পাশ্চাত্যের যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া, তুরস্কের অন্যান্য গণমাধ্যমও অত্যন্ত গুরুত্বসহকারে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যকে ফলাও করে তুলে ধরেছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩০