সকল মার্কিন সেনাকে অবশ্যই ইরাক ত্যাগ করতে হবে: আইআরজিসি
(last modified Mon, 16 Nov 2020 00:05:44 GMT )
নভেম্বর ১৬, ২০২০ ০৬:০৫ Asia/Dhaka
  • রোববার তেহরানে জেনারেল সালামির (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন সফররত ইরাকের প্রতিক্ষামন্ত্রী জুমা আনাদ সাদুন
    রোববার তেহরানে জেনারেল সালামির (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন সফররত ইরাকের প্রতিক্ষামন্ত্রী জুমা আনাদ সাদুন

ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার বলেছেন, ইরাকি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দেশটি থেকে সকল মার্কিন সেনাকে অবশ্যই বিদায় নিতে হবে।

ইরান সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল জুমা আনাদ সাদুনের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

তিনি বলেন, শুধু যে ইরাকি পার্লামেন্ট মার্কিন সেনাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে আইন পাস করেছে তাই নয় একইসঙ্গে এটি ইরাকের আপামর জনসাধারণের প্রাণের দাবি।

জেনারেল সোলায়মানি ও আবু মাহদি আল-মুহান্দিস

চলতি বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী সেনাদের ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলায়মানি ও ইরাকের হাশদ-আশ-শাবি বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিস শাহাদাতবরণ করেন। ওই ঘটনার দু’দিন পর ইরাকের পার্লামেন্ট দেশটি থেকে সকল মার্কিন সেনাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে একটি বিল পাস করে।

সাক্ষাতে জেনারেল সালামি আরো বলেন, যারা জেনারেল সোলায়মানি ও মুহান্দিসকে শহীদ করেছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবই। এক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি প্রতিশোধ গ্রহণের প্রক্রিয়া সমান তালে চলবে বলে তিনি সতর্ক করে দেন।  

সাক্ষাতে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্পর্শকাতর সময়গুলোতে ইরান সব সময় তার দেশের পাশে দাঁড়িয়েছে। তিনি এজন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।আনাদ সাদুন গত শনিবার ইরান সফরে আসেন। তিনি এরইমধ্যে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানিসহ পদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ