পম্পেওর সর্বোচ্চ চাপ সর্বোচ্চ ব্যর্থতায় পৌঁছেছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i84737-পম্পেওর_সর্বোচ্চ_চাপ_সর্বোচ্চ_ব্যর্থতায়_পৌঁছেছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে মিশন চালিয়েছেন তা এখন সর্বোচ্চ ব্যর্থতায় পৌঁছেছে। গতকাল (বুধবার) এক টুইটার পোস্টে খাতিবজাদেহ একথা বলেন। সর্বোচ্চ চাপ প্রোয়েগের ক্ষেত্রে মার্কিন ব্যর্থতার ব্যাপারে পম্পেওর হতাশা বেশ বোধগম্য বলেও তিনি মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৯, ২০২০ ১২:৩৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে মিশন চালিয়েছেন তা এখন সর্বোচ্চ ব্যর্থতায় পৌঁছেছে। গতকাল (বুধবার) এক টুইটার পোস্টে খাতিবজাদেহ একথা বলেন। সর্বোচ্চ চাপ প্রোয়েগের ক্ষেত্রে মার্কিন ব্যর্থতার ব্যাপারে পম্পেওর হতাশা বেশ বোধগম্য বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে, গতকালই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা যেহেতু এখনো জাতিসংঘের সদস্য দেশ সে কারণে পরমাণু সমঝোতার ধারাগুলো পুনরুদ্ধারে অংশীদার রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করতে ইরান প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমেরিকা যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব মেনে চলে তাহলে আমরাও পরমাণু সমঝোতার ধারাগুলো আাবার অনুসরণ করব।

মাইক পম্পেও

এর আগে জারিফ আরো বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন পরমাণু সমঝোতায়  ফিরতে চান তাহলে তাকে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিগুলো  মেনে চলতে হবে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।