ইসরাইলকে নিঃশর্তভাবে এনপিটিতে যোগ দিতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i84786-ইসরাইলকে_নিঃশর্তভাবে_এনপিটিতে_যোগ_দিতে_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইহুদিবাদী ইসরাইলকে নিঃশর্তভাবে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে যোগ দেয়ার জন্য বিশ্ববাসীর উচিত তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২১, ২০২০ ১৩:৪৫ Asia/Dhaka
  • কাজেম  গরিবাবাদি
    কাজেম গরিবাবাদি

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইহুদিবাদী ইসরাইলকে নিঃশর্তভাবে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে যোগ দেয়ার জন্য বিশ্ববাসীর উচিত তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করা।

ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএএ-তে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি গতকাল (শুক্রবার) এ কথা বলেন। আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে তিনি ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচিকে বিশ্বশান্তির জন্য হুমকি বলে উল্লেখ করেন।

ইসরাইলের দিমোনা পরমণু স্থাপনা

কাজেম গরিবাবাদী বলেন, ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র পক্ষ যারা এনপিটিতে যোগ দিতে রাজি হয়নি। ইসরাইলের এই একগুঁয়েমির কারণে বিশ্বের অন্য অংশেও এনপিটি বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে।

ইরানের প্রতিনিধি বলেন, ইহুদিবাদী ইসরাইল সমস্ত আন্তর্জাতিক নিয়ম কানুন এবং প্রথা ভেঙে গোপনে তার পরমাণু সক্ষমতা বাড়িয়েছে যা বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইসরাইলের ওপরে চাপ সৃষ্টি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই যাতে তেল আবিব এনপিটিতে নিঃশর্তভাবে ও দ্রুত যোগ দিতে বাধ্য হয়।#

পার্সটুডে/এসআইবি/২১