গোপন তথ্য প্রকাশ করার ব্যাপারে আইএইএ’কে হুঁশিয়ারি দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i85081-গোপন_তথ্য_প্রকাশ_করার_ব্যাপারে_আইএইএ’কে_হুঁশিয়ারি_দিল_ইরান
ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে অপ্রয়োজনীয় ও গোপন তথ্য প্রকাশ করার ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে সতর্ক করে দিয়েছে তেহরান। এই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি গতকাল (বৃহস্পতিবার) আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে পাঠানো এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২০ ০৭:০৯ Asia/Dhaka
  • আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি
    আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে অপ্রয়োজনীয় ও গোপন তথ্য প্রকাশ করার ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে সতর্ক করে দিয়েছে তেহরান। এই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি গতকাল (বৃহস্পতিবার) আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে পাঠানো এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, আইএইএ’র কাছে ইরানের পক্ষ থেকে দেয়া তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ইরানের শত্রুরা একের পর এক এদেশের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে যাচ্ছে।কাজেই সংস্থাটি যেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সংক্রান্ত তথ্য গোপন রাখতে আরো বেশি সচেষ্ট হয়।

গরিবাবাদি তার চিঠিতে বলেন, ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের হত্যাকাণ্ডের ব্যাপারে আইএইএ’কে নিঃশর্তভাবে ও সুস্পষ্ট ভাষায় নিন্দা জানাতে হবে। তিনি বলেন, গত শুক্রবারের এই হত্যাকাণ্ডে ইহুদিবাদী ইসরাইলের হাত থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

রাফায়ের গ্রোসির সঙ্গে গরিবাবাদির করমর্দন (ফাইল ছবি)

ইরানের এই সিনিয়র কূটনীতিক তার চিঠিতে বলেন, ইরান যখন আইএইএ’কে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে তখন তার পরমাণু বিজ্ঞানী ও পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে।কাজেই এ ব্যাপারে আইএইএ দায় এড়াতে পারে না।

গ্রোসিকে লেখা চিঠিতে গরিবাবাদি বলেন, ২০১০, ২০১১ ও ২০১২ সালে ধারাবাহিকভাবে ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়। এরপর চলতি বছর ইরানের পরমাণু স্থাপনায় নাশকতামূলক তৎপরতা চালানো হয় এবং সর্বশেষ মোহসেন ফাখরিজাদে’কে হত্যা করা হলো। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতিসংঘের আইন অনুযায়ী নিজের পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে এবং প্রয়োজনে সে অধিকার ব্যবহার করা হবে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।