সিরিয়ার প্রতিরোধের কারণে শত্রুদের আন্তর্জাতিক ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে: ইরান
(last modified Tue, 08 Dec 2020 10:32:19 GMT )
ডিসেম্বর ০৮, ২০২০ ১৬:৩২ Asia/Dhaka
  • ড. বেলায়েতি ও ফয়সাল মিকদাদের বৈঠক
    ড. বেলায়েতি ও ফয়সাল মিকদাদের বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়েতি বলেছেন, গত কয়েক বছরের যুদ্ধের মধ্যে সিরিয়ার জনগণের প্রতিরোধে মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী ফ্রন্ট শক্তিশালী হয়েছে এবং সিরিয়ায় শত্রুদের আন্তর্জাতিক ষড়যন্ত্র নস্যাত হয়েছে।

গতকাল (সোমবার) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল আল মিকদাদের সঙ্গে বৈঠকে আলী আকবর বেলায়েতি এই মন্তব্য করেন। তিনি বলেন, “কোনো সন্দেহ নেই সিরিয়ার প্রতিরোধ ফ্রন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তার জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছে।”

বেলায়েতি বলেন, “কয়েকটি দেশের সহযোগিতায় সিরিয়া আন্তর্জাতিক এই ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছে আর ষড়যন্ত্রকারীদের মধ্যে ৮০ ভাগ দেশ হলো উপনিবেশবাদী শক্তি। এছাড়া এই ষড়যন্ত্রের অংশ ছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রতিক্রিয়াশীল আরব দেশ এবং ইহুদিবাদী ইসরাইল। সিরিয়া এবং প্রতিরোধ ফ্রন্টের দেশগুলো এদের সবাইকে পরাজিত করেছে এবং আজকের দিনে অর্জিত সফলতার জন্য সিরিয়ার সরকারকে আমরা অভিনন্দন জানাই।”

ইরান এবং সিরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করে ড. বেলায়েতি বলেন, “তেহরান এবং দামেস্ক তাদের কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয়টি অব্যাহত রাখবে এবং এই ধারা দু দেশের স্বার্থকে রক্ষা করবে। ফলে আমাদের উচিত হবে আন্তরিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা।”#

পার্সটুডে/এসআইবি/৮

ট্যাগ