করোনাভাইরাসে ইরানে মৃত্যু আরও কমলো
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে মৃত্যু আরও কমেছে। আজ (বৃহস্পতিবার) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে ১৫২ জন মারা গেছেন। গতকাল মৃত্যু হয়েছিল ১৫৩ জনের।
ইরান সরকার করোনাভাইরাস মোকাবেলায় নতুন করে বিধিনিষেধ আরোপ করার পর মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই কমছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আজ আরও জানিয়েছেন, নতুন করে ছয় হাজার ১৭৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৩ হাজার ১৮২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন নয় লাখ ২৪ হাজার ৬৮৫ জন। মারা গেছেন ৫৪ হাজার ৩০৮ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত তিন লাখ ৩৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।