ইরানে করোনা পরিস্থিতি: মৃত্যুর সংখ্যা কমছে
https://parstoday.ir/bn/news/iran-i85593-ইরানে_করোনা_পরিস্থিতি_মৃত্যুর_সংখ্যা_কমছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসের মহামারিতে গত ২৪ ঘণ্টায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২০ ১৮:৪৮ Asia/Dhaka
  • সীমা সাদাত লারি
    সীমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসের মহামারিতে গত ২৪ ঘণ্টায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছেন।

সীমা সাদাত লারি জানান, গত ২৪ ঘন্টার এই মৃত্যু নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৫৪ হাজার ৪০৪ জন মানুষ মারা গেলেন।

সীমা সাদাত জানান, গত ২৪ ঘণ্টায় ইরানে ছয় হাজার ২১ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন যার মধ্যে ৯০৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরানে এ পর্যন্ত ১১ লাখ ৮৩ হাজার ১৮২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে পাঁচ হাজার ৩৪৫ জন রোগী ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে চিকিৎসা নিচ্ছেন।

গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্ব এখন এক প্রকার বিপর্যস্ত। এ পর্যন্ত সাত কোটি ৯৮ লাখ ৪৬ হাজার ১৯৮ জন আক্রান্ত হয়েছে এবং ১৭ লাখ ৫১ হাজার ৬৪৯ জন মারা গেছেন। শুধু মাত্র আমেরিকাতেই মারা গেছেন তিন লাখ ৩৭ হাজার ৬৬ জন।#

পার্সটুডে/এসআইবি/২৫