১০ মার্কিন মেরিন সেনা আটকের বার্ষিকীতে সামরিক দ্বীপে ইরানের নৌ মহড়া
https://parstoday.ir/bn/news/iran-i85915-১০_মার্কিন_মেরিন_সেনা_আটকের_বার্ষিকীতে_সামরিক_দ্বীপে_ইরানের_নৌ_মহড়া
ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের নৌ ইউনিটের তৃতীয় মহড়া শেষ হয়েছে। পারস্য উপসাগরে ১০ মার্কিন মেরিন সেনা আটকের বার্ষিকী উপলক্ষে এই মহড়া চালানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৯, ২০২১ ১৭:০৭ Asia/Dhaka
  • মহড়ার দৃশ্য
    মহড়ার দৃশ্য

ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের নৌ ইউনিটের তৃতীয় মহড়া শেষ হয়েছে। পারস্য উপসাগরে ১০ মার্কিন মেরিন সেনা আটকের বার্ষিকী উপলক্ষে এই মহড়া চালানো হয়েছে।

২০১৬ সালের ১২ জানুয়ারিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পানি সীমা লঙ্ঘনের দায়ে দু'টি মার্কিন নৌযান আটক করে। দু'টি নৌযানে ছিল ১০ মার্কিন মেরিন সেনা। তারা পারস্য উপসাগরীয় ফার্সি দ্বীপের তিন মাইলের মধ্যে ঢুকে পড়েছিল।

ইরানের বাসিজ বাহিনী ফার্সি দ্বীপের উপকূলে এই মহড়া চালিয়েছে। এতে অংশ নিয়েছে বিভিন্ন ধরণের সাতশ' নৌযান। এ সময় প্রতিরক্ষামূলক অনুশীলন সম্পন্ন করা হয়।

মহড়ার একাংশ

 

আইআরজিসি'র নৌ ইউনিটের জোন-২ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রামাজান জিররাহি বলেছেন, ফার্সি দ্বীপের চারপাশে এই মহড়ার আয়োজন করা হয়। ফার্সি দ্বীপ হচ্ছে একটি সামরিক দ্বীপ। এটি নিয়ন্ত্রণ করে আইআরজিসি।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।