আটকে থাকা ইরানি অর্থের একটা অংশ ছাড় পেয়েছে: গভর্নর
(last modified Wed, 20 Jan 2021 10:50:56 GMT )
জানুয়ারি ২০, ২০২১ ১৬:৫০ Asia/Dhaka
  • হেম্মাতি
    হেম্মাতি

বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা ইরানি অর্থের একটা অংশ ছাড় পেয়েছে। এ তথ্য জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুন নাসের হেম্মাতি।

তিনি আজ (বুধবার) তেহরানে সাংবাদিকদের বলেছেন, আমাদের আটকে থাকা কিছু অর্থ ছাড় পেয়েছে এবং তা এখন ব্যবহার করা হচ্ছে। 

হেম্মাতি আরও বলেন, আটকে থাকা বাকি অর্থও ছাড় পাবে। বর্তমানে বিশ্বে যেসব পরিবর্তন ঘটছে তার আলোকে ওই অর্থও ছাড় পাবে বলে আশা করছি।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেন, আটকে থাকা অর্থ ফেরত পেতে সব ধরণের চেষ্টা চালানো হচ্ছে।

এর আগে ইরান ঘোষণা করেছে মার্কিন ষড়যনন্ত্রের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের বিপুল অঙ্কের অর্থ আটকা পড়েছে।

যেসব দেশে সবচেয়ে বেশি অর্থ আটকা পড়েছে তার মধ্যে দক্ষিণ কোরিয়া, ইরাক ও ভারত রয়েছে বলে জানা গেছে।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ