নির্মল বাতাস, সফেদ পাহাড় আর সুনীল আকাশের তেহরান
(last modified Sun, 24 Jan 2021 06:54:20 GMT )
জানুয়ারি ২৪, ২০২১ ১২:৫৪ Asia/Dhaka
  • নির্মল বাতাস, সফেদ পাহাড় আর সুনীল আকাশের তেহরান

ইরানের রাজধানী তেহরানে জেঁকে বসেছে শীত। ২১ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন মাইনাস ৩ ডিগ্রি। ২২ তারিখে সর্বোচ্চ ৩ ডিগ্রি, সর্বনিম্ন মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে তাপমাত্রা কিছুটা বাড়লে এখনও সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্রিতেই অবস্থান করছে।

মিলাদ টাওয়ার

তাপমাত্রা যাই হোক, তেহরানের আকাশ একদম পরিস্কার। রৌদ্রে উজ্জ্বল এমন সুনীল আকাশ সচরাচর দেখা যায় না। আকাশের বুকে মেঘেদের ভেসে বেড়ানোর দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর।

ছবিটি তুলেছেন ইরান প্রবাসী সিনিয়র সাংবাদিক সৈয়দ মূসা রেজা

কয়েকদিন আগেও দূষণের কারণে তেহরানের আকাশ খানিকটা ঘোলা ছিল। আর এখন সর্বত্র ‘নির্মল বাতাস, সুনীল আকাশ’!

আকাশ পরিস্কার থাকার কারণে তেহরানের পাহাড়গুলোও স্পষ্ট দেখা যায়। পাহাড়-চুড়ায় জমে থাকা বরফ আর মেঘের মিতালি দেখার মতো! মাঝে মাঝে ঘন সাদা মেঘকে পাহাড় মনে হয়।

কোথাও কোথাও পাহাড়ের কোলে বসে থাকা কালো মেঘকে দূর থেকে আগ্নেয়গিরি লাভা উদগীরণ বলেও মনে হতে পারে! ইরানিরা দারুণভাবে উপভোগ করে এসব দৃশ্য।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ