আরবাঈন ইন্টারন্যাশনাল প্রোডাকশন ফেস্টিবলে পুরস্কার জিতলেন সৈয়দ মূসা রেজা
https://parstoday.ir/bn/news/iran-i86476
ইরানে অনুষ্ঠিত আরবাঈন ইন্টারন্যাশনাল প্রোডাকশন ফেস্টিবলে পুরস্কার জিতেছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সহকর্মী সৈয়দ মূসা রেজা।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২৭, ২০২১ ১৮:০৯ Asia/Dhaka
  • আরবাঈন ইন্টারন্যাশনাল প্রোডাকশন ফেস্টিবলে পুরস্কার জিতলেন সৈয়দ মূসা রেজা

ইরানে অনুষ্ঠিত আরবাঈন ইন্টারন্যাশনাল প্রোডাকশন ফেস্টিবলে পুরস্কার জিতেছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সহকর্মী সৈয়দ মূসা রেজা।

পুরস্কার হাতে সৈয়দ মূসা রেজা (সামনের সারিতে বাম থেকে প্রথম)

আজ (বুধবার) সকালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবি’র সম্মেলন কেন্দ্রে আরবাঈন ইন্টারন্যাশনাল প্রোডাকশন ফেস্টিবলের সমাপনি অনুষ্ঠানে তিনি এ পুরস্কার লাভ করেন। আইআরআইবির উপপ্রধান হুজ্জাতুল ইসলাম মূসাভি মোকাদ্দামের উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হয়।

চলতি বছর আইআরআইবি’র পক্ষ থেকে প্রথমবারের মতো আরবাঈন ইন্টারন্যাশনাল প্রোডাকশন ফেস্টিবলের আয়োজন করা হয়। ফেস্টিবলের সচিবালয়ে ২২ দেশের পক্ষ থেকে মোট ৮ হাজার ৬০০ ছবি, ভিডিও এবং রেডিও অনুষ্ঠান জমা পড়ে। প্রায় দুই মাসের যাচাই বাছাই শেষে আজ সেরা  প্রোডাকশনগুলোকে পুরস্কার দেয়া হয়।

পুরস্কার হাতে সৈয়দ মূসা রেজা

এবারের আরবাইন আন্তর্জাতিক মেলার জন্য স্থির চিত্র জমা দেয়া হয়েছিল চার হাজারের বেশি। সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয় তিনশ'র বেশি ছবি। আর এজন্য পুরষ্কার জয় করেছেন ৮০ জন ফটোগ্রাফার।

আরবি আরবাঈন শব্দের অর্থ চল্লিশ। পারিভাষিক অর্থে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (আ)'র শাহাদাতের চল্লিশ দিন উপলক্ষে প্রতিবছর কারবালার ময়দান অভিমুখে যে শোক-পদযাত্রা পালন করা হয় তাকে আরবাঈন বলে।

প্রতি বছর আরবাঈনের শোভাযাত্রায় সারাবিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। সৈয়দ মূসা রেজা একাধিকবার এরকম শোভাযাত্রায় অংশগ্রহণ করে নিজের তোলা ছবি এই উৎসবে জমা দিয়েছিলেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।