আরবাইন উপলক্ষে শোকানুষ্ঠান
হোসাইনি ফ্রন্ট ও ইয়াজিদি ফ্রন্টের মধ্যে লড়াই শেষ হওয়ার নয়: সর্বোচ্চ নেতা
-
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “ হুসাইনি ফ্রন্ট এবং অন্যায় ও নিপীড়নের পক্ষের ফ্রন্টের মধ্যে লড়াই চলছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইমাম হুসাইন (আ.)-এর যুগের আগে থেকেই নিপীড়নের বিরুদ্ধে লড়াই চলছে এবং সে লড়াই বিভিন্ন যুগে বিভিন্ন রূপে অব্যাহত রয়েছে।
শিয়া মাজহাবের তৃতীয় ইমাম এবং রাসূল (স) এর প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকীর ৪০তম দিন আরবাইন উপলক্ষে আয়োজিত এক শোক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা একথা বলেছেন। তেহরানের শিক্ষার্থীরা আজ (রোববার) এই আরবাইন অনুষ্ঠানের আয়োজন করেন।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “জুলুমের বিরুদ্ধে লড়াই করা হুসাইনি ফ্রন্ট এবং অন্যায় ও নিপীড়নের পক্ষের ফ্রন্টের মধ্যে লড়াই চলছে। হোসাইনি ফ্রন্ট এবং ইয়াজিদি ফ্রন্টের মধ্যকার এই লড়াই শেষ হওয়ার নয়।”
সর্বোচ্চ নেতা আরো বলেন, “ইমাম হুসাইন (আ.)-এর যুগের আগে থেকে আজ পর্যন্ত এই দুটি ফ্রন্ট বিদ্যমান ছিল এবং তা অব্যাহত থাকবে। এই যুদ্ধের বিভিন্ন রূপ রয়েছে। তলোয়ার-বর্শার যুগে এর এক রূপ, আবার পরমাণু ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এর আরেক রূপ আছে; এটি বিদ্যমান।”
সর্বোচ্চ নেতা বলেন, ইরানের ইসলামি বিপ্লব তরুণদের জন্য একটি বিস্তৃত ক্ষেত্র ও সুযোগ উন্মুক্ত করেছে এবং এই সুযোগকে কাজে লাগাতে হবে। বিপ্লবের সুউচ্চ লক্ষ্য যেমন অগ্রগতি, সমৃদ্ধি এবং মানবতার মুক্তির জন্য সঠিক পরিকল্পনা ও কর্তব্যকে সঠিকভাবে বোঝে নিয়ে তরুণ সমাজের উচিত প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।
এই দায়িত্ব ছাত্রাবস্থায় একভাবে এবং দায়িত্ব পাওয়ার সময় অন্যভাবে পালন করা উচিত উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন:
ইয়াজিদি ফ্রন্টের সঙ্গে হোসেইনি ফ্রন্টের মোকাবিলা করার অর্থ সবসময় বন্দুক হাতে নেয়া নয়,তবে একজনকে অবশ্যই সঠিকভাবে চিন্তা করতে হবে, সঠিকভাবে কথা বলতে হবে,সঠিকভাবে চিহ্নিত করতে হবে, কাজটি চিনতে হবে এবং তারপর সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হবে।
আমরা যদি এই দিকে অগ্রসর হই তবে জীবনের আসল অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাব তা উল্লেখ করে সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন,
তরুণদের উচিত বর্তমান যুগকে উপলব্ধি করা যেটি ইসলামি বিপ্লবের আশীর্বাদে তাদের সামনে একটি বিস্তৃত ক্ষেত্র উন্মুক্ত করেছে। তরুণ সমাজের উচিত সঠিক পরিকল্পনা, অধ্যয়ন এবং চিন্তা দর্শনের মাধ্যমে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা এবং এসব কাজ বাস্তবায়নের তাদের উচিত কুরআনের সঙ্গে পরিচিতি হওয়া এবং তাদের জীবন কোরআনের রংয়ে রাঙিত করা।
ইমাম খামেনেয়ী বলেন,
এই পদক্ষেপটি সময়োপযোগী কখনও কখনও এটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশে অর্থবহ হয়, কখনও এটি সামাজিক বা রাজনৈতিক পরিবেশে প্রয়োজনীয় এবং কখনও কখনও কারবালা ও ফিলিস্তিন এবং উচ্চ লক্ষ্যের পথে এই পদক্ষেপটি প্রয়োজনীয়।
পরিশেষে তিনি জোর দিয়ে বলেন, তরুণদের মাধ্যমে এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগানোর অর্থ হচ্ছে সমৃদ্ধি ও মুক্তির দিকে ধাবিত হওয়া। আর এই সুযোগকে কাজে লাগাতে না পারলে এবং দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর ফলে মারাত্মক ক্ষতিকর।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ এমবিএ/২৫