মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন ইরানি স্পিকার
(last modified Sun, 31 Jan 2021 17:00:19 GMT )
জানুয়ারি ৩১, ২০২১ ২৩:০০ Asia/Dhaka
  • বাকের কলিবফ
    বাকের কলিবফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মুহাম্মদ বাকের কলিবফ বলেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসতে হলে আমেরিকাকে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে প্রতিশ্রুতি দেখাতে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে তারা কি ধরনের বাস্তব পদক্ষেপ নিচ্ছে সেটা দেখতে চায় ইরান।

আজ (রোববার) ইরানের জাতীয় সংসদের আনুষ্ঠানিক অধিবেশনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন স্পিকার কলিবফ। এর আগে মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইরানের জন্য পূর্ব শর্ত ঘোষণা করেছেন। তার এ পূর্বশর্তের ব্যাপারে প্রতিক্রিয়া জানান ইরানি স্পিকার।

মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

ফোর্দো পরমাণু স্থাপনা সফরের কথা উল্লেখ করে বাকের কলিবফ আরো বলেন, সেখানে আবারো সেন্ট্রিফিউজ কাজ করছে দেখে তিনি খুশি। পরমাণু সমঝোতা সম্পর্কে ইরানের জনগণ চাক্ষুস অভিজ্ঞতা অর্জন করেছে, এখন তারা নগদ প্রাপ্তিতে বিশ্বাস করে।

তিনি বলেন, আমেরিকা যদি পরমাণু সমঝোতায় বিশ্বাস করে তাহলে তাদেরকে পূর্বশর্ত আরোপ না করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে বাস্তব পদক্ষেপ নিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/৩১