ইরানের ইসলামী বিপ্লবের দুর্বার অগ্রযাত্রা ও সাফল্যগুলো অব্যাহত থাকার রহস্য
https://parstoday.ir/bn/news/iran-i87168-ইরানের_ইসলামী_বিপ্লবের_দুর্বার_অগ্রযাত্রা_ও_সাফল্যগুলো_অব্যাহত_থাকার_রহস্য
ইরানে ইসলামী বিপ্লবের ৪২ বছর পূর্তি হল। কিন্তু আজও এই মহাবিপ্লবের নানা বিস্ময় ও সাফল্য অব্যাহত রয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২১ ১৭:৫১ Asia/Dhaka
  • ইরানে ইসলামী বিপ্লবের ৪২ তম বিজয়-বার্ষিকী উপলক্ষে তেহরানে মোটর-সাইকেল শোভাযাত্রা
    ইরানে ইসলামী বিপ্লবের ৪২ তম বিজয়-বার্ষিকী উপলক্ষে তেহরানে মোটর-সাইকেল শোভাযাত্রা

ইরানে ইসলামী বিপ্লবের ৪২ বছর পূর্তি হল। কিন্তু আজও এই মহাবিপ্লবের নানা বিস্ময় ও সাফল্য অব্যাহত রয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ নানা সাফল্যের কীর্তি-গাঁথায় উৎকীর্ণ এ মহাবিপ্লব হাতছানি দিচ্ছে অচিরেই বিশ্ব-সভ্যতার উজ্জ্বলতম মহাকাব্যিক অধ্যায় গড়ার।

প্রকৃত মুহাম্মাদি ইসলামের অনুসরণই ইরানের ইসলামী বিপ্লবের অভাবনীয় সাফল্যগুলোর রহস্য। ইসলামের এই অতুলনীয় শক্তির বলেই মুসলিম বিশ্বে  মার্কিন সরকারের সবচেয়ে বড় মিত্র শাহের সরকারকে উৎখাত করেছিলেন ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনী (র)। ইসলামের সেই অনন্য শক্তির সুবাদেই ইসলামী বিপ্লব এ পর্যন্ত বানচাল করতে পেরেছে দাম্ভিক শক্তিগুলোর সর্বোচ্চ চাপসহ  জটিল ও কুটিল নানা ষড়যন্ত্র।

মার্কিন তাত্ত্বিক হান্টিংটন ১৯৯৩ সালে বলেছিলেন, রাজনৈতিক ইসলাম অনুপ্রেরণা পেয়েছে ইরানের ইসলামী বিপ্লবের কাছ থেকে। তিনি বলেছেন, যে ইসলাম নিজেকে পাশ্চাত্যের প্রতিদ্বন্দ্বী বলে মনে করে তা মার্কিন বিশ্ব-ব্যবস্থার জন্য প্রধান বিপদ।

প্রশ্ন হল কেনো আঞ্চলিক এবং বিশ্ব-অঙ্গনে ইরানের ইসলামী বিপ্লব ও ইসলামী রাষ্ট্রের প্রভাব দুর্বল না হয়ে দিনকে দিন বেড়েই চলেছে?   

আসলে ইসলামী ইরানের বিপ্লবী নেতৃবৃন্দ ও জনগণের আদর্শিক ঐক্যই এই মহাবিপ্লবকে দুর্বলতা ও বিলুপ্তি থেকে রক্ষা করার অন্যতম প্রধান কারণ।

বহু দেশের বিপ্লবই চিন্তাগত বা আদর্শিক ঐক্যের অভাবে আপোষকামীতা আর নানা ধরনের ঘরোয়া দ্বন্দ্বের শিকার হয়ে কিছুকাল পরই নিষ্ক্রিয় ও বিলুপ্ত হয়ে গেছে।

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর মতে ইরানের ইসলামী বিপ্লবের টিকে থাকা এবং অব্যাহত সাফল্য ও অগ্রগতির কারণ হল এ বিপ্লবের বাণীগুলোর সত্যতা বা বাস্তবতা।

দুনিয়ার বহু বিপ্লব বা অভ্যুত্থানই ক্ষণস্থায়ী হওয়ায় সংশ্লিষ্ট জাতিগুলোর অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে বা তারা আগের মন্দ অবস্থায় ফিরে যেতে বাধ্য হয়েছে। কিন্তু সত্যের বাণী এমন নয়। তা চিরস্থায়ী হয়। ইরানের ইসলামী বিপ্লব খাঁটি মুহাম্মাদি ইসলামের কার্যকারিতা তুলে ধরতে সক্ষম হয়েছে। পশ্চিমা মতাদর্শগুলোর ব্যর্থতার প্রেক্ষাপটে  ইসলাম যে রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ জীবনের সবক্ষেত্রে সংকট ও অচলাবস্থা দূর করতে পারে তা তুলে ধরেছে ইরানের ইসলামী বিপ্লব।

ইরানের ইসলামী বিপ্লব স্বৈরাচার ও সাম্রাজ্যবাদের ওপর কঠোর আঘাত হানায় এবং মজলুম জাতিগুলোর সহযোগী হওয়ায় এরসঙ্গে স্থায়ী শত্রুতায় জড়িয়ে আছে বিশ্ব-সাম্রাজ্যবাদী জোট। কিন্তু ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনীর ইন্তেকালের পরও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরানি জাতিকে ওই মহান ইমামের সূচিত ইসলামী বিপ্লবের আদর্শের পথে অবিচল এবং ঐক্যবদ্ধ রেখে নানা ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য ও শক্তিমত্তার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। এ বিপ্লব উপহার দিয়েছে শহীদ জেনারেল কাসেম সুলায়মানির মত সন্ত্রাস বিরোধী যুদ্ধের বিশ্ব-নন্দিত নায়ক এবং শহীদ ফাখরিজাদের মত সেরা পরমাণু বিজ্ঞানী।

গোটা পশ্চিম এশিয়ায় ইসলামী ইরানই এখন সবচেয়ে বড় প্রভাবশালী শক্তি। ইরানের প্রভাব কাশ্মির, আফগানিস্তান, বসনিয়া, লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন, ফিলিস্তিন আর পশ্চিম এশিয়া ছাড়িয়ে পৌঁছে গেছে ভেনিজুয়েলাসহ ল্যাটিন আমেরিকার অনেকে দেশেই। আর মার্কিন সরকার ইরানের এইসব প্রভাব ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক  নিরবে হজম করতে বাধ্য হচ্ছে।   #

পার্সটুডে/এমএএইচ/১০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।