আফগান স্থলবন্দরে ভয়াবহ আগুন: সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i87344-আফগান_স্থলবন্দরে_ভয়াবহ_আগুন_সর্বাত্মক_সহযোগিতার_আশ্বাস_দিল_ইরান
ইরানের সীমান্তবর্তী আফগানিস্তানের ইসলাম কাল্লা স্থলবন্দরের একটি গ্যাস ট্যাংকারে বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ০৭:০০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে

ইরানের সীমান্তবর্তী আফগানিস্তানের ইসলাম কাল্লা স্থলবন্দরের একটি গ্যাস ট্যাংকারে বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তেহরান।

শনিবার গভীর রাত পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন,  খোরাসান রাজাভি প্রদেশের গভর্নরকে টেলিফোন করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ইরানের সাহায্য চেয়েছেন হেরাত প্রদেশের গভর্নর সাইয়্যেদ ওয়াহিদ কাতালি।

ইরানের এই মুখপাত্র জানান, আফগান কর্মকর্তার ওই সাহায্যের আবেদনে দ্রুত সাড়া দিয়েছে ইরান এবং সীমান্তের দিকে ফায়ার ব্রিগেডের বহু ইঞ্জিন পাঠানো হয়েছে। সম্ভাব্য আহত মানুষের চিকিৎসা দিতেও তেহরান তার প্রস্তুতির কথা ঘোষণা করেছে।

খাতিবজাদে বলেন, এই বিস্ফোরণের ঘটনায় ঠিক কতো মানুষ আহত হয়েছেন তা যেমন জানা যায়নি তেমনি কোনো ইরানি আহত হয়েছেন কিনা সে তথ্যও তাদের কাছে নেই। আগুনের ভয়াবহতা এত বেশি যে, আগুনের আশপাশেও যাওয়া কারো পক্ষে সম্ভব হচ্ছে না।#

 পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।