মৌলিক ইস্যুতে তরুণেরা এখন নীতি নির্ধারণী ভূমিকায়, এটা গর্বের: ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i87656-মৌলিক_ইস্যুতে_তরুণেরা_এখন_নীতি_নির্ধারণী_ভূমিকায়_এটা_গর্বের_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যতই দিন গড়াচ্ছে ততই দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা স্পষ্টতর হচ্ছে। ইউরোপে ইসলামী ছাত্র সমিতিগুলোর ইউনিয়নের ৫৫তম বৈঠকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২১ ১৮:০৫ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যতই দিন গড়াচ্ছে ততই দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা স্পষ্টতর হচ্ছে। ইউরোপে ইসলামী ছাত্র সমিতিগুলোর ইউনিয়নের ৫৫তম বৈঠকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেছেন, ইসলামী বিপ্লবের সবচেয়ে গর্বের বিষয়গুলোর একটি হচ্ছে  দেশের তরুণ সমাজ মৌলিক ইস্যুগুলোতে নীতি নির্ধারণী ভূমিকা পালনের মর্যাদা অর্জন করেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই বাস্তবতা আরও বেশি স্পষ্ট হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, করোনা মহামারির সময় তরুণদের নীতি নির্ধারণী ব্যাপক ভূমিকা আরও একবার প্রমাণিত হয়েছে। তরুণদের সাহসিকতা, উৎসাহ-উদ্দীপনা ও আশা-প্রত্যাশা অন্যান্য অনেক বিষয়ের মতো এ ক্ষেত্রেও জ্ঞান-বিজ্ঞান ও বাস্তব ময়দানে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে।

ইউরোপের ইসলামী ছাত্র সংগঠনগুলোর ইউনিয়নকে পাঠানো এই বার্তায় আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন,

"প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে আমাদের প্রত্যাশা হলো মূল্যবান সময় ও সুযোগ কাজে লাগিয়ে জ্ঞান-বিজ্ঞান, ধর্ম ও নীতি-নৈতিকতায় যত বেশি সম্ভব নিজেদেরকে সমৃদ্ধ করে তুলবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। এ ক্ষেত্রে ইসলামী সমিতিগুলোর ইউনিয়নের অনেক বড় ও প্রশংসনীয় দায়িত্ব রয়েছে।"#     

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।