ইরান সবসময় সিরিয়া জনগণের পাশে থাকবে: খাতিবজাদে
(last modified Sat, 27 Feb 2021 10:50:23 GMT )
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ১৬:৫০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইরান অতীতের মতোই সবসময় সিরিয়া সরকার এবং জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ।

মুখপাত্র সাইদ খাতিবজাদে সম্প্রতি সিরিয়া সফর করেছিলেন। দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে খাতিবজাদে বলেন, তার দেশ অতীতের মতোই অর্থনৈতিক পুনর্গঠন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সিরিয়া সরকার এবং জনগণের পাশে থাকবে। মুখপাত্র খাতিবজাদে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এসময় তিনি সাংস্কৃতিক এবং গণমাধ্যমর ক্ষেত্রে ইরান এবং সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখপাত্র খাতিবজাদে সাংস্কৃতিক ও গণমাধ্যমের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিবজাদের সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপদেষ্টা  বাসিন  শাবানের সঙ্গেও বৈঠকে মিলিত হন। সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে খাতিবজাদে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক এবং গণমাধ্যমের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আরো বলেন, সিরিয়ার জনগণ শক্ত প্রতিরোধ গড়ে তোলার কারণেই উগ্রগোষ্ঠীগুলো পরাজিত হয়েছে।  

সিরিয়ার সরকারের পাশে ইরান যেভাবে দাঁড়িয়েছে তা সিরিযার জনগণ কখনোই ভুলবে না বলে মুখপাত্র খাতিবজাদের সঙ্গে বৈঠকে সিরিয়ার কর্মকর্তারা জোর দিয়ে উল্লেখ করেন।#

পার্সটুডে/ বাবুল আখতার /২৭ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

 

  

ট্যাগ