চাভুলওগ্লুর বক্তব্যের প্রতিবাদ জানাতে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i88056-চাভুলওগ্লুর_বক্তব্যের_প্রতিবাদ_জানাতে_তুর্কি_রাষ্ট্রদূতকে_তলব_করল_ইরান
তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত দারিয়া উরুসকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর একটি অগ্রহণযোগ্য বক্তব্যের প্রতিবাদ জানাতে উরুসকে তলব করা হয় বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইসনা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০১, ২০২১ ০৮:৩২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত দারিয়া উরুসকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর একটি অগ্রহণযোগ্য বক্তব্যের প্রতিবাদ জানাতে উরুসকে তলব করা হয় বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইসনা।

চাভুসওগ্লু গতকাল দাবি করেছিলেন, তার দেশের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র গেরিলারা ইরানের মাটিতে আশ্রয় নিয়েছে।  তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে তার দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। একইসঙ্গে ইরাকে নিযুক্তি তুর্কি রাষ্ট্রদূতের এ সংক্রান্ত বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়। 

ইরাকে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি সম্প্রতি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের একটি টেলিভিশন চ্যানেলকে যে সাক্ষাৎকার দেন বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত তার সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন।

এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাতোলি গতকাল জানিয়েছে, তুরস্ক সরকার আঙ্কারায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে। আনাতোলি জানায়, ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি সেনাবাহিনীর বিমান হামলার সমালোচনা করে বক্তব্য দেয়ায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।