আইএইএ’তে ইরানবিরোধী প্রস্তাব পাস হবে কূটনীতির জন্য হুমকি: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i88110-আইএইএ’তে_ইরানবিরোধী_প্রস্তাব_পাস_হবে_কূটনীতির_জন্য_হুমকি_আরাকচি
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী বোর্ডে তার দেশের বিরুদ্ধে প্রস্তাব পাস করা হবে অগঠনমূলক ও কূটনীতির জন্য হুমকি।তিনি সোমবার সন্ধ্যায় অস্ট্রিয়ার ইউরোপ ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পিটার লাউনিস্কির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০২, ২০২১ ০৬:৪৪ Asia/Dhaka
  • ভার্চুয়াল বৈঠকে কথা বলছেন আরাকচি
    ভার্চুয়াল বৈঠকে কথা বলছেন আরাকচি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী বোর্ডে তার দেশের বিরুদ্ধে প্রস্তাব পাস করা হবে অগঠনমূলক ও কূটনীতির জন্য হুমকি।তিনি সোমবার সন্ধ্যায় অস্ট্রিয়ার ইউরোপ ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পিটার লাউনিস্কির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ মন্তব্য করেন।

বৈঠকে দুই কূটনীতিক ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এ সময় আরাকচি বলেন, তার দেশের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়া নির্ভর করছে ইরানের ওপর থেকে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ওপর।

আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউরোপীয় দেশগুলো এই সমঝোতা রক্ষা করার জন্য বিন্দুমাত্র প্রচেষ্টা না চালানোয় আরাকচি ইউরোপের তীব্র সমালোচনা করেন। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএইএ’তে তার দেশের বিরুদ্ধে যেকোনো প্রস্তাব পাসের অর্থ হবে কূটনৈতিক প্রচেষ্টাকে স্থবির করে দেয়া।ভার্চুয়াল বৈঠকে পিটার লাউনেস্কি পরমাণু সমঝোতা রক্ষা করা নিয়ে সৃষ্ট সংকট সমাধানে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।