‘৮ বছরের মধ্যে ইরানের গ্যাস রপ্তানি দ্বিগুণ হয়েছে’
(last modified Tue, 02 Mar 2021 08:59:46 GMT )
মার্চ ০২, ২০২১ ১৪:৫৯ Asia/Dhaka
  • ইরান থেকে ইরাকে গ্যাস রপ্তানি
    ইরান থেকে ইরাকে গ্যাস রপ্তানি

ইরানের জাতীয় গ্যাস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মোন্তাজের তোরবাতি বলেছেন, গত আট বছরের মধ্যে তার দেশের গ্যাস রপ্তানির পরিমাণ দ্বিগুণ হয়েছে। আজ (মঙ্গলবার) তিনি জানান, বর্তমান সরকারের দুই মেয়াদে গ্যাস রপ্তানির এই প্রবৃদ্ধি ঘটেছে এবং চলতি ফার্সি বছরে ১,৮০০ কোটি ঘন মিটার গ্যাস রপ্তানি করেছে। ২০১৩ সালে গ্যাস রপ্তানির পরিমাণ ছিল ৯০০ কোটি ঘন মিটার।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানকে দেয়া এক সাক্ষাৎকারে তোরবাতি এসব কথা বলেন। তিনি জানান, ইরাক ও তুরস্ক হচ্ছে ইরানি গ্যাসের প্রধান ক্রেতা। একইভাবে আজারবাইজান ও আর্মেনিয়াতেও বিপুল পরিমাণ গ্যাস রপ্তানি হয়। এসব দেশে ইরানের গ্যাস রপ্তানির ধারা অব্যাহত থাকবে বলে জানান তোরবাতি।  

ইরানের এ কর্মকর্তা জানান, তার দেশ প্রতিদিন সাড়ে সাত কোটি ঘন মিটার গ্যাস রপ্তানি করে। তিনি জানান, তুরস্কে গ্যাস রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। তুর্কি বাজারের অনেক কিছুই সরকারি খাত থেকে বেসরকারি খাতে হস্তান্তর হচ্ছে; সে কারণে ইরানের বেসরকারি খাতের লোকজনকে গ্যাস রপ্তানি বাড়ানোর প্রক্রিয়ায় যুক্ত হওয়া উচিত।#

পার্সটুডে/এসআইবি/২   

ট্যাগ