‘গত ১১ মাসে ৬,৫০০ কোটি ডলারের বৈদেশিক বাণিজ্য করেছে ইরান’
(last modified Wed, 03 Mar 2021 00:40:38 GMT )
মার্চ ০৩, ২০২১ ০৬:৪০ Asia/Dhaka
  • ইরানের বাণিজ্য সম্প্রসারণ সংস্থার চেয়ারম্যান হামিদ জাদবুম
    ইরানের বাণিজ্য সম্প্রসারণ সংস্থার চেয়ারম্যান হামিদ জাদবুম

ইরানের বাণিজ্য সম্প্রসারণ সংস্থার চেয়ারম্যান হামিদ জাদবুম বলেছেন, চলতি ফার্সি ১৩৯৯ সালের শুরু থেকে বাহমান মাসের (একাদশ মাস) শেষ পর্যন্ত তার দেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ৬৫ বিলিয়ন বা ছয় হাজার ৫০০ কোটি ডলার।

কঠোর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বছরের প্রথম ১১ মাসে ইরান ছয় হাজার ৫০০ কোটি ডলারের বাণিজ্য করেছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ইরান আমদানি করেছে ৩৪ বিলিয়ন ডলারের পণ্য আর রপ্তানি করেছে ৩১ বিলিয়ন ডলারের সামগ্রী।

ইরানের বাণিজ্য সম্প্রসারণ বিষয়ক সংস্থার চেয়ারম্যান বলেন, তার দেশের বৈদেশিক বাণিজ্যকে স্থবির করে দেয়ার জন্য আমেরিকা তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য এমন কিছু কৌশল অবলম্বন করতে হয় যা জানা থাকলে নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে বৈদেশিক বাণিজ্য চালিয়ে যাওয়া সম্ভব।

জাদবুম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও বিগত ফার্সি বছরে ইরান ৮০ বিলিয়ন ডলার বা আট হাজার কোটি ডলারের বৈদেশিক বাণিজ্য করেছে। সে বছর বাণিজ্যে যে প্রবৃদ্ধি হয়েছিল তার একটা বড় অংশ জুড়ে ছিল কৃষি খাত।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ