বৃক্ষরোপণ সদকায়ে জারিয়া; মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছাতে থাকে: সর্বোচ্চ নেতা
(last modified Fri, 05 Mar 2021 13:31:05 GMT )
মার্চ ০৫, ২০২১ ১৯:৩১ Asia/Dhaka
  • বৃক্ষরোপন দিবস উপলক্ষে গাছ লাগাচ্ছেন সর্বোচ্চ নেতা
    বৃক্ষরোপন দিবস উপলক্ষে গাছ লাগাচ্ছেন সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পরিবেশবান্ধব যেকোনো তৎপরতা ধর্মীয় ও বিপ্লবী দায়িত্ব হিসেবে বিবেচিত হয় এবং এ দায়িত্ব পালনে কার্পণ্য করা উচিত নয়। তিনি আজ (শুক্রবার) ইরানে ‘বৃক্ষরোপণ দিবস’ ও ‘প্রাকৃতিক সম্পদ সপ্তাহ’ উপলক্ষে নিজের হাতে দুটি ফলের গাছ লাগানোর পর এ মন্তব্য করেন।

সর্বোচ্চ নেতা বলেন, উদ্ভিদ, লতা-পাতা ও সবুজের সমারোহ মানুষের জীবনের অতি জরুরি বিষয় এবং তা মানব সভ্যতা বিনির্মাণে সহায়তা করে।

ইসলামে বৃক্ষরোপণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে সদাকায়ে জারিয়ার সওয়াব লাভ করা যায় এবং একজন মানুষ মারা যাওয়ার পরও ওই বৃক্ষের মাধ্যমে মানবজাতি যতদিন উপকৃত হতে থাকে ততদিন তার রুহের ওপর সওয়াব পৌঁছাতে থাকে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জঙ্গল ও প্রাকৃতিক সম্পদ উজাড় করে দেয়ার যে ধ্বংসাত্মক তৎপরতা বিশ্বব্যাপী চলছে তাতে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, পরিবেশ ধ্বংসকারী এ তৎপরতা প্রতিহত করার জন্য সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।