ওমান সাগরে তৈরি হবে ইরানের সর্ববৃহৎ সমুদ্রবন্দর
ওমান সাগরে নির্মাণ করা হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্ববৃহৎ সমুদ্রবন্দর। ইরানের বন্দর ও মেরিটাইম অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ রাস্তাদ গতকাল (শনিবার) একথা জানিয়েছেন।
তিনি জানান, তিন ধাপে বন্দর নির্মাণের কাজ সম্পন্ন করা হবে এবং এ বন্দরের ধারণক্ষমতা হবে ১০ থেকে ২০ কোটি টন। তিনি বলেন, এটি হবে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর।
মোহাম্মাদ রাস্তাদ জানান, হরমুজগান প্রদেশের জাস্ক কাউন্টির মোবারাক পর্বত এলাকার কাছে ওমান সাগরে এই বন্দর নির্মাণ করা হবে।
তিনি বলেন, বন্দরের উন্নয়ন এবং বাণিজ্যিক বন্দর প্রতিষ্ঠা করা ইরানের কাছে এ মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি বলেন, ওমান সাগরে বন্দর নির্মাণের এই পদক্ষেপ ইরানের বন্দর ও মেরিটাইম অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি কৌশলগত পদক্ষেপ।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।