ধীরে ধীরে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i88512
ধীরে ধীরে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, দেশটি কেবলমাত্র তখনই পরমাণু সমঝোতা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে যখন আমেরিকা ইরানের ওপর থেকে কার্যকরভাবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ১১, ২০২১ ০৬:০৭ Asia/Dhaka
  • ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর স্বাক্ষরকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ফটোসেশন (ফাইল ছবি)
    ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর স্বাক্ষরকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ফটোসেশন (ফাইল ছবি)

ধীরে ধীরে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, দেশটি কেবলমাত্র তখনই পরমাণু সমঝোতা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে যখন আমেরিকা ইরানের ওপর থেকে কার্যকরভাবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।

ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র কর্মকর্তা বুধবার প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তার দেশের এ নীতি-অবস্থানের কথা স্পষ্ট করেছেন। তিনি বলেন, নয়া মার্কিন প্রশাসন হোয়াইট হাউজের পূর্বসূরির আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছে।

ইরানের এই সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে অচিরেই তেহরান পরমাণু সমঝোতা থেকে আরো দূরে সরে যাবে। তিনি বলেন, আমেরিকার ফাঁকা বুলি ও কৃত্রিম পদক্ষেপ ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। ইরান কেবলমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তার কার্যকারিতা দেখতে চায়। আমেরিকা যদি সেটি করে দেখাতে পারে তাহলেই কেবল তেহরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত করবে।

ইরানের এই সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা পরমাণু ইস্যুর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তি এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে কোনো আলোচনা হবে না।

সম্প্রতি মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে ফিরতে শুরু করলে ওয়াশিংটনও ধীরে ধীরে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।