ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইতালির উদ্বেগ: তেহরানের প্রতিক্রিয়া
(last modified Wed, 17 Mar 2021 10:42:37 GMT )
মার্চ ১৭, ২০২১ ১৬:৪২ Asia/Dhaka

পরমাণু অস্ত্রসহ বিভিন্ন বিষয়ে পাশ্চাত্যের লোক দেখানো শ্লোগান ও দ্বিমুখী আচরণ এখন আর গোপন কোনো বিষয় নয়। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে ইতালির প্রধানমন্ত্রীর সাম্প্রতিক উদ্বেগের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বিভিন্ন ইস্যুতে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ইতালির প্রধানমন্ত্রী বরিস জনসন একদিকে নিজ দেশের পরমাণু অস্ত্র ভাণ্ডার আরো সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছেন অন্যদিকে ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা তৈরির মিথ্যা অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন যা গ্রহণযোগ্য হতে পারে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইতালি ও তার মিত্রদের ধারণার বিপরীতে তেহরান মনে করে পরমাণুসহ যে কোনো গণবিধ্বংসি অস্ত্র খুবই ভয়ঙ্কর এবং এসব অস্ত্র বিশ্ব থেকে নির্মূল করা উচিত।

বিস্ময়ের ব্যাপার হচ্ছে, ইতালি একদিকে নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডার আরো সম্প্রসারণ করার কথা বলছে অন্যদিকে ২০১৫ সালের কৌশলগত প্রতিরক্ষা নীতি খতিয়ে দেখে পরমাণু বোমার সংখ্যা কমিয়ে এনে ১৮০টিতে নামিয়ে আনার কথা বলছে। বর্তমানে দেশটির হাতে ১৯৫টি পরমাণু বোমা রয়েছে।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মজিদ তাখতে রাভানচি জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ বিষয়ক কমিটির সমাবেশে এ ক্ষেত্রে বিরাজমান বাধা ও পরমাণু অস্ত্রধর দেশগুলোর অনীহার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে মোট ১৪ হাজারের বেশি পরমাণু অস্ত্র মানব সভ্যতা ও গোটা বিশ্বকে বিরাট হুমকির মধ্যে ঠেলে দিয়েছে।

গত বছর প্রকাশিত 'বুলেটিন অব দ্যা এ্যাটমিক সায়েন্টিস্টের' প্রতিবেদনে বলা হয়েছিল, 'আমেরিকার হাতে প্রায় ছয় হাজার ১৮৫টি পরমাণু অস্ত্র রয়েছে। এর মধ্যে দেড়শটি বোমা মোতায়েন রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। তার মধ্যে ইতালির দুটি ঘাঁটিতে এবং জার্মানি, তুরস্ক, বেলজিয়াম ও হল্যান্ডে পরমাণু বোমা মোতায়েন রয়েছে।' আমেরিকার হাডসন থিঙ্কট্যাংকের প্রধান ক্রিস্টফার অ্যাশলি ফোর্ড মনে করেন, 'অত্যাধুনিক পরমাণু বোমা তৈরি ও প্রতিযোগিতা বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।'

ধর্মীয় বিশ্বাসের কারণে ইরান প্রথম থেকে বলে আসছে তারা পরমাণু অস্ত্র তৈরি, মজুদ ও এর ব্যবহারের বিরোধী। জাতিসংঘের সনদেও ইরানের এ ঘোষণাকে স্বীকৃতি দেয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার এক ফতোয়ায় পরমাণু বোমা তৈরি, মজুদ ও এর ব্যবহারকে হারাম বলে ঘোষণা দিয়েছেন। তাই এ ব্যাপারে ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা থেকেও এ ব্যাপারে ইরানের স্বচ্ছতা ফুটে উঠেছে এবং দেশটি কোনো কিছু গোপন করেনি। এ অবস্থায় ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ইতালির কর্মকর্তাদের উদ্বেগ ও উৎকণ্ঠার কোনো মূল্য নেই।#          

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৭

ট্যাগ