চাপ সৃষ্টি করে ছাড় আদায় করতে চায় বাইডেন প্রশাসন: ইরান
(last modified Thu, 18 Mar 2021 04:50:02 GMT )
মার্চ ১৮, ২০২১ ১০:৫০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার নয়া প্রশাসন ইরানের ওপর চাপ সৃষ্টি করে নতুন কিছু ছাড় আদায় করার চেষ্টা করছে।

তিনি বুধবার লা পলিটিকা ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি প্রসঙ্গে জারিফ বলেন, ওয়াশিংটন আসলে নিজের অবৈধ দাবিগুলোর কাছে তেহরানকে নতিস্বীকারে বাধ্য করতে চায়।

আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে ইরানের অনীহার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে পরমাণু সমঝোতা স্বাক্ষর করতে গিয়ে দীর্ঘদিন ছয় জাতিগোষ্ঠীর গঠনকাঠামোর আওতায় আমেরিকার সঙ্গে আলোচনা হয়েছে। কাজেই এখন আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। ওয়াশিংটনের সঙ্গে নতুন করে বলার কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, আজ যারা হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন সেই লোকগুলোর সঙ্গেই পরমাণু সমঝোতা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কাজেই ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তাদের নতুন করে জানার কিছু নেই এবং আমেরিকাকেও ইরানের নতুন করে কিছু বলার নেই। ওয়াশিংটনকে এখন শুধু পরমাণু সমঝোতায় ফিরে এসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

 

ট্যাগ