ইরানে ২৪ ঘণ্টায় মৃত ৯৭, মোট মৃত ৬২ হাজার ১৪২
(last modified Thu, 25 Mar 2021 11:30:03 GMT )
মার্চ ২৫, ২০২১ ১৭:৩০ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬২ হাজার ১৪২ জনে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে আরও ৭ হাজার ৫০৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন। এ পর্যন্ত মোট ১৮ লক্ষ ৩০ হাজার ৮২৩ ইরানি করোনায় আক্রান্ত হয়েছেন। সৌভাগ্যক্রমে এ পর্যন্ত ১৫ লাখ ৬৯ হাজার ৬৯৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্ব এ ভাইরাসের  প্রাদুর্ভাবে বিপর্যস্ত।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ