দায়ী ও ভুক্তভোগী দেশের অবস্থা পাল্টে দেয়ার চেষ্টা চলছে: ইরান
(last modified Fri, 26 Mar 2021 00:20:12 GMT )
মার্চ ২৬, ২০২১ ০৬:২০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার কাজে অসংখ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক ভিত্তিহীন অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জারিফ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে যেসব পদক্ষেপ নেয়া উচিত তাতে ব্যাপক পরিমাণে বিকৃতি ঘটানো হচ্ছে। এই সমঝোতার মৃতপ্রায় অবস্থার জন্য দায়ী এবং ভুক্তভোগী দেশের অবস্থান পরিবর্তন করে দেয়ার লক্ষ্যে এই অপতৎপরতা চলছে বলে তিনি মন্তব্য করেন।

টুইটার বার্তায় জারিফ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পরিসংখ্যানের লিঙ্ক জুড়ে দিয়েছেন যেখানে ২০১৬ সালের জানুয়ারি মাসে পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু হওয়ার পর থেকে এই সমঝোতা সংক্রান্ত সার্বিক চিত্র ফুটে উঠেছে।

এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে আমেরিকা ইরানের সঙ্গে এই সমঝোতা স্বাক্ষর করা সত্ত্বেও ওবামা প্রশাসনই এটি বাস্তবায়নের পথে প্রতিবন্ধতা সৃষ্টি করেছে। এরপর ২০১৮ সালের মে মাসে অপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নেয়ার ফলে বর্তমান অচলাবস্থার সূত্রপাত হয়েছে। কিন্তু ইউরোপীয় দেশগুলো এই অচলাবস্থা সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী না উল্টো সব দায় ইরানের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

 

ট্যাগ