ইরান-চীন সম্পর্ক কৌশলগত ও গুরুত্বপূর্ণ: প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i89242-ইরান_চীন_সম্পর্ক_কৌশলগত_ও_গুরুত্বপূর্ণ_প্রেসিডেন্ট_রুহানি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, চীনের সঙ্গে তার দেশের সম্পর্ক হচ্ছে কৌশলগত ও গুরুত্বপূর্ণ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে আজ (শনিবার) এ কথা বলেন তিনি। রুহানি বলেন, দুই দেশই অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনসহ সব ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগ্রহী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৭, ২০২১ ১৮:০৫ Asia/Dhaka
  • ওয়াং ই (বামে) ও রুহানি (ডানে)
    ওয়াং ই (বামে) ও রুহানি (ডানে)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, চীনের সঙ্গে তার দেশের সম্পর্ক হচ্ছে কৌশলগত ও গুরুত্বপূর্ণ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে আজ (শনিবার) এ কথা বলেন তিনি। রুহানি বলেন, দুই দেশই অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনসহ সব ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগ্রহী।

এ সময় রুহানি আন্তর্জাতিক ফোরামে বিশেষকরে পরমাণু সমঝোতা ও মার্কিন আধিপত্যকামিতার মোকাবেলায় ইরানের অবস্থানের প্রতি চীনের সমর্থনের প্রশংসা করেন।

তিনি বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পালনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ইরানের প্রেসিডেন্ট করোনা মোকাবেলায় সহযোগিতার বাড়ানোর ওপর জোর দেন এবং চীন থেকে করোনার আরও ভ্যাকসিন আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন সব সময় ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছে এবং মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করে এসেছে।

ইরানের  বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির সমালোচনা করে তিনি বলেন, আমেরিকার সর্বোচ্চ চাপ হচ্ছে একটি মানবতাবিরোধী পদক্ষেপ। আন্তর্জাতিক অঙ্গনে এর প্রতি সমর্থন নেই।

গতকাল ইরান সফরে এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। আজ তিনি তেহরানে ২৫ বছর মেয়াদি দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেছেন।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।