একদিন বিলম্বও ইউরোপ ও আমেরিকার জন্য ক্ষতিকর: ইরানের প্রেসিডেন্ট
(last modified Thu, 01 Apr 2021 11:30:24 GMT )
এপ্রিল ০১, ২০২১ ১৭:৩০ Asia/Dhaka
  • রুহানি
    রুহানি

ইসলামী প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা বিষয়ক সব প্রতিশ্রুতি পালন করেছে ও শান্তির জন্য কাজ করছে। এখন প্রতিশ্রুতি পালনের দায়িত্ব হচ্ছে ছয় জাতিগোষ্ঠীর। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি আজ (বৃহস্পতিবার) শিল্প মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় আরও বলেন, অপর পক্ষ পরমাণু প্রতিশ্রুতি লঙ্ঘন করার পর এমনকি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরও ইরান দীর্ঘ দিন ধৈর্য ধরেছে। বছর খানেক পর পরমাণু প্রতিশ্রুতি বাস্তবায়ন কমাতে শুরু করেছে ইরান।

তিনি বলেন, কার আগে শুরু করা উচিত বলে যারা এখন প্রশ্ন তুলছে তাদের জানা উচিত আমরা এক বছর একাই এই সমঝোতা বাস্তবায়ন করেছি। এরপরের দুই বছরও বেশিরভাগ ক্ষেত্রেই কেবল আমরাই তা মেনে চলেছি।

রুহানি বলেন, ইরানের মহান জাতি গোটা বিশ্বের সামনে এটা প্রমাণ করেছে যে, তারা রাজনীতি, আইন ও নীতি-নৈতিকতার দিক থেকে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিশ্রুতি মেনে চলে, শান্তির পক্ষে কাজ করে এবং তাদের পরমাণু কর্মসূচিও শান্তিপূর্ণ।

রুহানি বলেন, প্রতিশ্রুতি পালনে একদিন বিলম্বও আমেরিকা ও ইউরোপের জন্য ক্ষতিকর। যত তাড়াতাড়ি তারা আইন-কানুন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের সামনে নতিস্বীকার করবে ততই মঙ্গল। ইরানি জাতির সামনে নমনীয়তা প্রদর্শন করা তাদের নিজেদের জন্য এমনকি গোটা বিশ্বের জন্য কল্যাণকর।#    

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ