আমেরিকার সঙ্গে কীভাবে আলোচনা করেছে তা ৪+১ গ্রুপ জানে: ইরান
-
খাতিবজাদে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতায় পাঁচ জাতিগোষ্ঠীর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার বিষয়েই আগামীকালের ভিয়েনা বৈঠকে আলোচনা হবে। এটাই বৈঠকের মূল বিষয়বস্তু। নিষেধাজ্ঞা তুলে নিতে বলবে তেহরান।
তিনি আজ (সোমবার) তেহরানে সাংবাদিকদের এ কথা বলেন। খাতিবজাদে বলেন, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের আগামীকালের বৈঠকের সঙ্গে অতীতের বৈঠকগুলোর কোনো পার্থক্য নেই। ৪+১ গ্রুপ নামে পরিচিত পাঁচ দেশকে ইরানের বিষয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।
ভিয়েনায় দু'টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল যে দাবি করেছে সে প্রসঙ্গে খাতিবজাদে বলেন, ৪+১ গ্রুপ কোথায় ও কীভাবে আমেরিকার সঙ্গে কথা বলেছে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের বক্তব্য স্পষ্ট। আমেরিকাকে সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং ইরান সেটা যাচাই করে দেখবে। ইরান কেবল একটা ধাপকেই চেনে। আর তাহলো এক ধাপে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
চীনের পর এখন অন্যান্য দেশের সঙ্গেও কৌশলগত সনদ সইয়ের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ। সে ধরণের সম্ভাবনা রয়েছে। রাশিয়ার সঙ্গে আগের একটা কৌশলগত সনদ রয়েছে। সেটা নবায়ন করতে হবে।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।