ভিয়েনা বৈঠকের প্রধান এজেন্ডা সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i89666-ভিয়েনা_বৈঠকের_প্রধান_এজেন্ডা_সমস্ত_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় আসন্ন বৈঠকের প্রধান লক্ষ্য হচ্ছে- তেহরানের ওপর থেকে মার্কিন সমস্ত নিষ্ঠুর নিষেধাজ্ঞা একবারেই প্রত্যাহার করা। 
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ০৫, ২০২১ ২২:৪৩ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদে
    সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় আসন্ন বৈঠকের প্রধান লক্ষ্য হচ্ছে- তেহরানের ওপর থেকে মার্কিন সমস্ত নিষ্ঠুর নিষেধাজ্ঞা একবারেই প্রত্যাহার করা। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। 

তিনি বলেন, পরমাণু  সমঝোতা  বিষয়ক  যৌথ কমিশনের বৈঠকের এজেন্ডায়  নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি প্রাধান্য পাবে। অন্য কথায়,  কীভাবে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি পূরণ করা হবে বৈঠকে তা সুস্পষ্ট করা হবে।  

সাঈদ খাতিবজাদে বলেন, “এ পথ পরিষ্কার। সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা একবারেই সরিয়ে নিতে হবে। তারপর তা তেহরান পরীক্ষা করে দেখবে এবং তারপরই শুধুমাত্র ইসলামি প্রজাতন্ত্র ইরান তার পক্ষ থেকে পদক্ষেপ নেবে।”

খাতিবজাদে বলেন, “অন্য কথায়, ইরানের ওপর থেকে একবারেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ধাপে ধাপে নয় এবং এর মধ্যে আমেরিকার পক্ষ থেকে আরোপ করা সমস্ত নিষেধাজ্ঞা থাকবে। এর বিপরীতে ইরান তার বর্তমান পদক্ষেপ পরিবর্তন করতে প্রস্তুত থাকবে।” 

২০১৮ সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু সমঝোতায় দেয়া বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করে।#

পার্সটুডে/এসআইবি/৫