পরমাণু সমঝোতা বাঁচাতে সবাই এক সুরে কথা বলছে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i89750-পরমাণু_সমঝোতা_বাঁচাতে_সবাই_এক_সুরে_কথা_বলছে_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে ইরান ও অন্য স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যকার বৈঠকের মধ্যদিয়ে এই সমঝোতা বাঁচানোর ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাঁচাতে সবাই এখন এক সুরে কথা বলছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ০৭, ২০২১ ১৯:২৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রুহানি
    প্রেসিডেন্ট রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে ইরান ও অন্য স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যকার বৈঠকের মধ্যদিয়ে এই সমঝোতা বাঁচানোর ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাঁচাতে সবাই এখন এক সুরে কথা বলছে।

এ সময় তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকের প্রতি ইঙ্গিত করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, সব পক্ষই সর্বসম্মতভাবে পরমাণু সমঝোতা বাঁচানোর ওপর গুরুত্বারোপ করেছে।

আজ (বুধবার) ইরানের মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন। এর একদিন আগে ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকে ইরান ও পাঁচ জাতিগোষ্ঠী দুটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করতে সম্মত হয়। একটি গ্রুপ ইরানের ওপর থেকে কীভাবে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া যায় তা নিয়ে কাজ করবে; অন্য গ্রুপটি ইরানকে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতার ধারায় ফিরিয়ে আনার জন্য কাজ করবে।

ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রব ম্যালির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল ভিয়েনায় উপস্থিত ছিল তবে তারা বৈঠকে অংশ নিতে পারেন নি।#   

পার্সটুডে/এসআইবি/৭