লোহিত সাগরে ইরানি জাহাজে হামলার নিশ্চিত জবাব দেয়া হবে: জেনারেল
-
ব্রিগেডিয়ার জেনারেল আবুল-ফজল শেকারচি
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল-ফজল শেকারচি বলেছেন, লোহিত সাগরে ইরানি জাহাজে হামলার নিশ্চিত জবাব দেয়া হবে। তিনি আজ রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ ব্যাপারে কেউ যেন বিন্দুমাত্র সন্দেহ পোষণ না করে। তবে আপাতত হামলাকারীদের পরিচয় সম্পর্কে তদন্তের ফলাফল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
জেনারেল শেকারচি বলেন, আমরা পারস্য উপসাগর তীরবর্তী কোনো দেশকে ইরানি জাহাজে হামলা চালানোর জন্য অভিযুক্ত করছি না। তবে আমাদের সন্দেহের তীর ইরানের সরাসরি শত্রু আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের দিকে রয়েছে। তিনি বলেন, ইরানের ক্ষতি করার যেকোনো প্রচেষ্টায় নিঃসন্দেহে আমেরিকার হাত রয়েছে।
গত ৬ এপ্রিল লোহিত সাগরে জিবুতির উপকূলে এক সন্দেহজনক বিস্ফোরণে ইরানের একটি বাণিজ্যিক জাহাজের সামান্য ক্ষতি হয়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে তেহরান। বলা হচ্ছে, জাহাজের গায়ে সেটে দেয়া মাইন বিস্ফোরণে জাহাজটির ওই ক্ষতি হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইরানের সাবিয নামের এই জাহাজটি আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে লজিস্টিক স্টেশন হিসেবে লোহিত সাগর ও এডেন উপসাগরের নৌ পথে অবস্থান করছিল। জলদস্যুদের তৎপরতা মোকাবেলায় সহযোগিতা করাও ছিল এই মিশনের অংশ। #
পার্সটুডে/এমএমআই/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।