কূটনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই নাতাঞ্জে হামলা, প্রতিশোধ নেব: ইরান সরকার
(last modified Tue, 13 Apr 2021 10:00:24 GMT )
এপ্রিল ১৩, ২০২১ ১৬:০০ Asia/Dhaka
  • রাবিয়ি
    রাবিয়ি

ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, ইরানের গঠনমূলক কূটনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই শত্রুরা নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালিয়েছে।

তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতা ও সন্ত্রাসী হামলা প্রসঙ্গে এ কথা বলেন।

রাবিয়ি আরও বলেন, এই সন্ত্রাসী হামলায় কিছু ক্ষতি হয়েছে। তবে এই সন্ত্রাসী হামলা থেকে শত্রুদের ব্যর্থতাই ফুটে উঠেছে। এ সময় তিনি আন্তর্জাতিক সমাজকে এই পারমাণবিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ইরান এই হামলার সঙ্গে জড়িত সবার শাস্তি নিশ্চিত করার অধিকার রাখে। সরকারের এই মুখপাত্র আরও বলেন, শত্রুরা যাতে তাদের লক্ষ্যে পৌঁছাতে না পারে সেজন্য ইরান দৃঢ়তার সঙ্গে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার বিস্তৃত করবে এবং অন্যায় নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সে চেষ্টা জোরদার করবে।

রাবিয়ি বলেন, 'আমরা উপযুক্ত সময়ে সমপর্যায়ের প্রতিশোধ নেয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে শত্রুরা তাদের রাজনৈতিক লক্ষ্যে পৌঁছাক সেই সুযোগ আমরা দেব না।'

ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি গত সোমবার জানান, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের একটি কমপ্লেক্সে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ