সেনাবাহিনীর প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা
(last modified Sat, 17 Apr 2021 11:32:37 GMT )
এপ্রিল ১৭, ২০২১ ১৭:৩২ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতা
    সর্বোচ্চ নেতা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জাতীয় সেনাবাহিনী দিবসকে সামনে রেখে সব সেনাসদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এ উপলক্ষে সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভিকে লেখা এক বার্তায় বলেছেন, "সেনাবাহিনীতে কর্মরত সবাইকে এবং তাদের সম্মানিত পরিবারকে আমার সালাম পৌঁছে দিন। বর্তমানে সেনাবাহিনী ময়দানে সক্রিয় এবং তাদের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। এই প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করুন ও ভূমিকা রাখুন।"

সেনাবাহিনীর প্রধান মুসাভি

ইরানে আগামীকাল জাতীয় সেনাবাহিনী দিবস উদযাপিত হবে। এ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা এই বার্তা দিয়েছেন।

প্রতি ফার্সি বছরের প্রথম মাসের ২৯ তারিখ জাতীয় সেনাবাহিনী দিবস পালিত হয়। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকেই দিবসটি পালিত হয়ে আসছে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।