জো বাইডেনের দাবির জবাব দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i90350-জো_বাইডেনের_দাবির_জবাব_দিলেন_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়ের_মুখপাত্র
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনায় ইরান ও আমেরিকার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনাই হচ্ছে না।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ১৯, ২০২১ ১৬:১৫ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনায় ইরান ও আমেরিকার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনাই হচ্ছে না।

ইরানের সঙ্গে আমেরিকার পরোক্ষ আলোচনা হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি করেছেন সে প্রসঙ্গে জানতে চাইলে খাতিবজাদে এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতার যৌথ কমিশনের কাঠামোর আওতায় আলোচনা চলছে। সেখানে আমেরিকা অংশগ্রহণ নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা সবার চেয়ে ভালো জানে যে ইরান এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে তার সবই পরমাণু সমঝোতার ভিত্তিতেই নিয়েছে। ইরান এসব পদক্ষেপ তখনি বন্ধ করবে যখন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার হবে এবং তা প্রমাণিত হবে।

তিনি বলেন, ইরান ভিয়েনা বৈঠকে নিজেদের নীতি-অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। মার্কিন সরকার যদি তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পথ থেকে নিজেকে দূরে রাখত চায় তাহলে তাদেরকে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হবে।

খুব শিগগিরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান সফরে আসবেন বলেও তিনি জানান।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।