ভিয়েনা আলোচনা: ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার নাকচ করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i90430-ভিয়েনা_আলোচনা_ধাপে_ধাপে_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_নাকচ_করেছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে প্রস্তাব দিয়েছে পাঁচ জাতিগোষ্ঠী তা প্রত্যাখ্যান করেছে তেহরান।  ইরান বলেছে, ২০১৫ সালে  আমেরিকা পরমাণু সমঝোতা থেকে নিজেই বেরিয়ে গেছে এবং অবৈধভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সবগুলো এক সঙ্গে করতে হবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ২১, ২০২১ ১৩:০০ Asia/Dhaka
  • ভিয়েনা আলোচনা
    ভিয়েনা আলোচনা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে প্রস্তাব দিয়েছে পাঁচ জাতিগোষ্ঠী তা প্রত্যাখ্যান করেছে তেহরান।  ইরান বলেছে, ২০১৫ সালে  আমেরিকা পরমাণু সমঝোতা থেকে নিজেই বেরিয়ে গেছে এবং অবৈধভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সবগুলো এক সঙ্গে করতে হবে।

ভিয়েনা আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্র ইরানের প্রেস টিভিকে এ তথ্য দিয়েছেন। সূত্রটি বলেছে, একসঙ্গে সম্পূর্ণ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার ছাড়া ইরান কোনোভাবেই অন্য কোনো প্রস্তাব মেনে নেবে না। 

সূত্রটি আরো জানিয়েছে, ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে কিনা তা এক সপ্তাহের মধ্যে পুরোপুরি যাচাই করা সম্ভব নয় বরং এজন্য সময় লাগবে তিন থেকে ছয় মাস। 

এদিকে, গতকাল দিনের শুরুর দিকে ইরান বলেছে, ভিয়েনা আলোচনায় অংশ নেয়া পাঁচ জাতিগোষ্ঠী যদি সঠিক পথে ফিরে না আসে এবং বাড়তি দাবি ও সময় ক্ষেপণ করে তাহলে ইরান এই আলোচনায় অংশ নেয়া থেকে বিরত থাকবে।  

এদিকে, সর্বশেষ দফা আলোচনা অনুষ্ঠানের পর ইরানের প্রধান আলোচক ও অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনাকে অগ্রগতিমূলক বলে অভিহিত করেছেন।#

পার্সটুডে/এসআইবি/২১